এস,এইচ-নয়নমাগুরা-প্রতিনিধি -মাগুরা।
আগামী ১৬ ই জানুয়ারী মাগুরা পৌরসভা নির্বাচনে পৌর মেয়র হিসাবে একাধিক প্রার্থী থাকলেও মুলত নৌকা মার্কা প্রার্থী খুরশীদ হায়দার টুটুল ও ধানের শীষ মার্কা প্রার্থী ইকবাল আকতার খান কাফুরের মধ্যে তুমুল প্রতিদন্ধী হবে বলে মাগুরাবাসির আশা।কারন নৌকা মার্কা প্রার্থী চলমান মেয়র ও ধানের শীষ মার্কা প্রার্থী হলো সাবেক মেয়র। এরই মাঝে ইকবাল আকতার খান কাফুরের নির্বাচনী পোস্টারে ভুল হওয়ার কারনে তার নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন ইলেকশন কমিশন,গত ৫ তারিখের মধ্যে আগের পোস্টারগুলো সরিয়ে ফেলে পুনঃরায় সম্পুর্ন পৌর এলাকায় নতুন পোস্টারে সাজিয়ে ফেলে।তবে পৌর নির্বাচনে একাধিক দলের অংশগ্রহন থাকলেও নৌকা প্রার্থীর প্রচারনা চোখে পড়া মত!তবে মাগুরায় যে নির্বাচনের আমেজ লেগেছে শহরে ঢুকলে সেটা বোঝা যায়।কারন সারা শহর জুড়ে বিভিন্ন প্রতিকের পোস্টারে (মেয়র ও কাউন্সিলর) এক নতুন মাত্রা যোগ হয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত উৎলেখযোগ্য অপ্রিতীকর কোন ঘটনা ঘটে নি। নির্বাচনী বিষয়ে জানার জন্য মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃআলমগীর হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নির্বাচনে সরাসরি কোন বাঁধা না থাকলেও বিএনপি কর্মীরা যাতে স্বভাবিকভাবে নির্বাচনী প্রচারনা করতে না পারে এজন্য নেতাকর্মীদের নামে নতুন করে দুইটি মামলা দায়ের করেছে, এক মামলায় ১৮ জন ও অন্য একটি মামলায় ৪২ জনকে আসামী করা হয়েছে। তারপরও তাদের আশা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রার্থী জয়ী হবে।অন্যদিকে নৌকা সমর্থন প্রার্থীদের ধারনা যেহেতু খুরশীদ হায়দার টুটুল এখনও মেয়র তাছাড়া সে মেয়র থাকা অবস্হায় পৌর এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগন তাকে পুনঃরায় মেয়র হিসাবে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। শেষ হাসি কে হাসবে দেখতে হলে মাগুরাবাসি কে অপেক্ষা করতে হবে আগামী১৬ ই জানুয়ারী পর্যন্ত।