মাগুরা নিজস্ব প্রতিবেদক॥ মাগুরা প্রতিনিধি আকরাম হোসেন ইকরামকে গতকাল ঢাকা ইঞ্জিনিয়ারর্স ইনষ্টিটিউট আইইবি ভবনের ২য়তলা হল রুমে জি বাংলা টেলিভিশনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেরা প্রতিবেদক হওয়ায় ক্রেষ্ট উপহার তুলে দেন,মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোট ডিভিশনের প্রধান এম ফারুক,ও জয়পুরহাট ১আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট মান্ত্রনালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ্জ সামছুল আলম দুদু।

এ ছাড়া দিনভর জি বাংলা টেলিভিশনের ৩ বছর পুর্তি অনুষ্ঠানে বেলুন উড়িয়ে পরে কেক কাটা হয়।এ সময় উপস্থিত ছিলেন, এটিএন নিউজ ও আর্ন্তযাতিক নিউজ ডেস্কের প্রধান নির্বাহী অর্পণ মৈত্র ,জি বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুল হক,এটিএন নিউজ,মাই টিভি,বাংলা টেলিভিশনের উপস্থাপক কাজি শাহেদ, দৈনিক আইন আদালত পত্রিকার সম্পাদক সম্পাদক এ্যাড সোহরাব হোসেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব পীরজাদা শহিদুল হারুন,আইপি টিভি চ্যানেল এসেসিয়েশনের সভাপতি জনাব আতাউল্লাহ খাঁন, জি বাংলা টেলিভিশনের বার্তা প্রধান ডা রুহল হক,জয়পুরহাট সরকারি বালিকা বিদ্যলয়ের হেড মিষ্টেজ ও এমপি পত্নী শিউলি বেগম প্রমুখ।

ক্রেষ্ট উপহার বিষয়ে এক আবেগের কথা জানান,আমার জীবনে আজকের এ দিনটি খুব স্বরনীয় বরনীয়, এ সম্মান পেয়ে আমি নিজেকে গর্ববোধ করি।আমি একজন তৃনমুলের মফস্বল সাংবাদিক যে সমস্ত নামী দামী লোকের সংস্পর্শে আজ এ সম্মান দেওয়া হল,সত্যিই আল্লাহ বড়ই মেহেরবান তিনি এ শুকরিয়ার কথা জানান। এ টিএন নিউজের প্রধান ডেস্ক সিনিয়র মাই টিভি ও বাংলা টিভির এডিটর,এবং জি বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ৩ ঘন্টার বুনিয়াদি প্রশিক্ষন দেন।