মাগুরা নিজস্ব প্রতিনিধি॥ মাগুরা পৌরসভার নির্বাচনে আজ সন্ধ্যার দিকে ভায়নার মোড়ে আ,লীগের মেয়র প্রার্থী টুটুলের গনসংযোগে মাগুরা ১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর জানান,আগামী ১৬ই জানুয়ারী মাগুরা পৌরসভার নির্বাচন। তিনি মাগুরা পৌরসভা তথা ভায়নাবাসীসহ সকলকে দলমত নির্বিশেষে এক যোগে নৌকা মার্কার সাথে থাকতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন,মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,বিশিষ্ট শিক্ষাবিধ চাঁন প্রফেসর,মাগুরা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান,সেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দিন,আসন ছেড়ে দেওয়া মেয়র প্রার্থী পাইলট রফিক কামাল,মাগুরা সদর উপজেলা আ,লীগের সভাপতি বাবুল ফকির,বাকি ইমাম,শ্রমিকলীগের নেতা আবু লালটু,আব্দুল খালেক বিম্বাস,আব্দুল গফ্ফার প্রমুখ।
