মাগুরায় আইনজীবীদের সাথে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী সাথে মতবিনিময় সভা আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবু আয়ুব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তিতা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী, মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এস্কেন্দার আজম বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম ও সিনিয়র এ্যাডভোকেট
আব্দুল মজিদ। সভায় জেলা জজ আদালতের বিচারকবৃন্দ ও জেলার সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিচারপতি তার বক্তৃতায় দেশ গঠনে ও মানব সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের বিচারকবৃন্দ ও আইজীবীদের সততার সাথে দায়িত্ব পালনের আহব্বান জানান।