মাগু প্রতিনিধি॥ মাগুরায় ওএমএস এবং টিসিবির কার্যক্রম সমন্ময়ের মাধ্যমে ভর্তুকি মুল্যে খোলা বাজারে চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড আশরাফুল আলম।১লা সেপ্টেম্বর বুহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রনালয়ের উপসচিব ড ললিতা রানী বর্মন,জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা,জেলা খাদ্য নিয়ন্ত্রক মানোতোষ কুমার মজুমদার,সদর উপজেলা নির্বাহী তারিফ উল হাসান,উপজেলা খাদ্য পরিদর্শক রতন কুমার দাস,র্ভারপ্ত গুদাম কর্মকর্তা নুরে আলম সিদ্দিকীসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। জেলার পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ২৭৪৩২ জন খাদ্যবান্ধব কর্মসুচীর কার্ডধারী ও জন সাধরনের মাথা পিছু ৫ কেজি চাল ১৫টাকা দরে এর আওতায় থাকবে।