• Thu. Jan 2nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মহম্মদপুরে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

Bybasicnews

Sep 3, 2022

6

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি॥ বর্তমান সরকার কৃষকবান্ধব, কৃষিকে সমৃদ্ধ করতে বিশেষ গুরুত্বারোপ করেছে। দেশের কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি, সার বীজ দিচ্ছে বলে জানিয়েছেন সাবেক যুব, ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য ড. বীরেন শিকদার এ সব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল¬াহেল কাফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ, ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ¬ব রেজা বিকো, কৃষি কর্মকর্তা আব্দুল সোবান এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার ১৪৪ জন কৃষকের মাঝে সিড়র, পাওয়ার টিলার ও দুটি কম্বাইন্ড হারবেস্টটার মেশিন বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *