• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পুলিশের দূর্গাপূজা সম্পন্ন করতে বিশেষ কর্মসূচী

Bybasicnews

Sep 5, 2022

বিশেষ প্রতিনিধি,
আসন্ন শারদীয়া দূর্গাপূজা নির্বিঘ্ন করতে মাগুরায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ হলো, প্রতিমা তৈরীর সময় থেকেই পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে মোবাইল টিমের মাধ্যমে পরিদর্শণ নিশ্চিত করা, শতভাগ পূজা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা, পূজা মন্দিরের কমিটিগুলিকে নিজস্ব ভলেনটিয়ার নিয়োগ নিশ্চিত করা, নিজস্ব জেনারেটর ব্যবস্থা করা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে বিশেষ অভিযানসহ সাদা পোষাকে গোয়েন্দাদের নজরদারি বৃদ্ধি করা। মাগুরায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এক সভায় নবাগত পুলিশ সুপার মশিউদ্দৌলাহ রেজা এসব তথ্য জানান।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহন লাল রায়, সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, এ্যাড. অজয় বিশ্বাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, সাংস্কৃতিক সম্পাদক তরুন ভৌমিক, প্রচার সম্পাদক রূপক আইচ,সদস্য লিটন ঘোষ, মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন সিংহ, শ্রীপুর উপজেলা সভাপতি শিশির সরকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিপুল সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক সুনীল সরকারসহ অন্যরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. সঞ্জিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাস। বক্তারা মাগুরার সম্পৃতির মাধ্যমে পূজা উদযাপনের সার্বিক সহায়তার জন্য জেলা পুলিশের সহায়তা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *