, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী হোগলডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যার পর হান্নান মোল্লা ও পবন মল্লিক সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এসময় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাশেদুল মোল্লা প্রতিপক্ষের হামলায় নিহত হয়। নিহত রাশেদুল, টগর মোল্যার চাচাতো ভাই হয়, পরের দিন ৭ সেপ্টেম্বর সকালে শরীরে জ্বর নিয়ে ভাইকে তাদের বাড়ীতে দেখতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়। ঘটনার আজ বেশ কয়েক দিন হলেও কোন জামিন মিলেনি তার।টগরের স্ত্রী শ্রীপুর উপজেলার আনসার প্লাটুন কোম্পানি কমান্ডার ফরিদা পারভীন বলেন, আমার স্বামী বেশ কিছু দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে রাধানগর বাজারের ডাক্তার আসাদুজ্জামানের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন।সে ভীষণ অসুস্থ্য অবস্থায় বেশকিছু দিন ধরে ঘরে শয্যাশায়ী তার শরীরে চলাফেরার মত তেমন শক্তিও ছিল না। ঘটনার রাতে সে ঘরেই শুয়ে ছিলো, সকালে ভাই মরার কথা শুনে খুব কষ্টে ধীরে ধীরে মৃত ভায়ের বাড়ীর দিকে যেতে গেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আজ বেশ কয়েকদিন হলেও তাকে না ছাড়ায় আমরা খুব কষ্টে আছি। কারণ আমার সংসারে একমাত্র উপার্জনক্ষম লোক সে, আমি আনসার বাহিনীর চাকুরী করলেও কিছু সামান্য বেতন বোনাস পাই তাও তিন মাস পরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন আমার স্বামীকে যাতে আমি ফিরে পাই সে ব্যবস্থা তিনি যেন করে দেন। ফরিদার কথার সত্যতা পাওয়া যায় তার প্রতিবেশী মিনা, রাসেল, আসমা, নাসিমা, রেহেনা ও ডাক্তার আসাদুজ্জামানের সাথে কথা বলে।