স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এশিয়ান টিভির সাংবাদিক এরশাদ হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়ায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর।
টেলিভিশন সাংবাদিক এরশাদ হোসেনের মৃত্যুতে ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক শহিদুল হাসান খোকন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেছেন।
অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদ ও সুরসপ্তক মাগুরার পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।
এরশাদ ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার বাবা সাবেক ব্যাংকার। মৃত্যুর আগে তিনি এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা পারনান্দুয়ালী ব্যাপারিপাড়া জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।