মাগুরা নিজস্ব প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার জগদল ঢাকুরভিটা এলাকায় নিখোঁজের 4বছর পর এক হুজুরের বিরুদ্ধে ভিটেবাড়ি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ ব্যাক্তির নাম ইব্রাহিম সে জগদল পাড়া মৃত মঙ্গল মোল্যার ছেলে।নিখোঁজের ছেলে মুস্তাকিম জানান,আমার বাবা ইব্রাহিম মোল্যা 4বছর আগে নিখোঁজ হয়েছে এলাকাবাসী সবাই জানে। আমরা পরিবারের সবাই এখানো তার অপেক্ষায় দিন গুনছি। হঠাৎ ৭বছর পর পাশের গ্রামের আজিজ মাওলানা ও মুক্তাদির মুন্সি আমাদের বসবাসের ভিটেবাড়ি দাবী করছে তাকে লিখে দিয়েছে। এলাকার কেউ জানেনা আমার বাবা ইব্রাহিম তাকে জমি লিখে দেছেন।মুস্তাকিম আরো জানান,আজিজ মাওলানা ভুয়া দলিল দেখিয়ে এলাকায় ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।একই দিনে ইংরাজি ২৪/৬/২০১৯ সালে একই জমি দুই জনকে লেখা যে জমির দলিল তার সই অমিল। যা ইব্রাহিম মোল্যার নয়।আমার বাবার সই করা দলিলের প্রমান আমাদের কাছে আছে। যেটা আব্দুল কাদের মোল্যাকে প্রকৃত দলিল করেছেন।সে দলিল আমাদের কাছে সংরক্ষিত আছে।এদিকে আজিজ মাওলানা মাগুরা সদর থানায় অভিযোগ দিয়ে জমি উদ্ধারের পায়তারা করছেন। মাগুরা সদর থানায় শালিষ বেঠকে বার বার চাপ দিচেছন যেন বিষয়টি তাড়াতাড়ি মিমাংসা করা হয়।এ বিষয়ে মুস্তাকিম সাংবাদিদের জানান,থানায় জমিজমার সঠিক বিচার হয়না এজন্য তিনি মাগুরা দেওয়ানী আদালতে মামলা করবেন বলে জানান।