• Fri. Apr 11th, 2025 12:55:08 AM

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় খাদ্যবান্ধব কর্মসুচীর শুভ উদ্বোধন

Bybasicnews

Sep 22, 2022
               

মাগুরা পতিনিধি\ মাগুরা জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে আজ ২২শে সেপ্টেম্বর হাজিপুর ডাঃ লুৎফর রহমান অডিটিরিয়াম মিলনায়তনে খাদ্যবান্ধব কর্মসুচীর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিক উল হাসান,সদর খাদ্য গুদাম কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,সদর উপজেলার ডিলারগন প্রমুখ।প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তবে সরকারের নানা সাফল্য ও ভর্তুকী দিয়ে জন সেবার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *