মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান হয়। রবিবার ২ অক্টোবর দুপুর ১২ টার সময় জেলা প্রশাসক মাগুরার সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা এর আয়োজনে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম। সঞ্চালনায় ছিলেন, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা মোঃ আশাদুল ইসলাম। চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা মোঃ জাহিদুল আলম সহ অফিসার বৃন্দগণ। চেক বিতরণ অনুষ্ঠানে ৭৮ জন রোগীদের মাঝে এককালীন প্রত্যেককে আর্থিক ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়, যার মোট পরিমাণ ৩৯ লাখ টাকা। এ সময় মাননীয় প্রধান অতিথি ডঃ শ্রী বীরেন শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও গরীব মানুষের পাশে সবসময় সাহায্য সহোযোগিতা করে যাচ্ছেন। আর তার বাস্তব উদাহরণ হলো জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত অন্তু সরকার (৮) পিং- সুমন সরকার সাং- চরজাঙ্গালিয়া, মহম্মদপুর তাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ২ শতাংশ জায়গাসহ ঘর তৈরি করে দিয়েছে। আর সারাদেশেই তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য সাহায্য-সহযোগিতা ও জীবনের নিরাপত্তা ব্যবস্থা করে যাচ্ছেন।