মাগুরা সংবাদদাতা: আজ পহেলা অক্টোবর শনিবার মাগুরায় ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে । “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” স্লোগানকে সামনে রেখে মাগুরা প্রবীণ হিতোষী সংঘের উদ্যোগে সকাল সাড়ে দশটায় জেলার প্রবীনদের সমন্বয়ে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক, মাগুরা প্রবীণ হিতৈষী সঙ্গের সভাপতি নুর এ ইলাহী, মাগুরা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সংগঠনের সভাপতি মোঃ আব্দুল গফুর, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সংগঠনের সাধারণ সম্পাদক এমআর খান, মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, ১২ নম্বর কুচিয়া মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপু , জিকে আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাগুরায় প্রবীনদের জন্য স্থায়ী একটি ভবন নির্মাণের দাবি করেন যেখানে প্রবীণরা অবসরকালীন সময় কাটাতে পারবেন ও নিজেদের ব্যক্তিগত সমস্যা একে অন্যের সঙ্গে আলোচনা করতে পারবেন। এছাড়া কিছু কিছু প্রবীণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ সরকারের কাছে বয়স্ক ভাতার পাশাপাশি সকল প্রবীনদের জন্য পেনশন ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।