• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার বিভিন্ন স্থানে সনাতনধর্মীদের সার্বজনীন পুঁজা উৎসব

Bybasicnews

Oct 4, 2022


মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরার বিভিন্ন স্থানে সনাতনধর্মীদের পুঁজা উৎসব শুরু হয়েছে।মঙ্গলবার মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়ার-বুনাগাতিতে সার্বজনীন পুঁজো উৎসব অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়।মাগুরা ২ আসনের মাননীয় এমপি ড শ্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,যুবলীগের সহসভাপতি আলী আহাদ,আ,লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগসহ এলাকার চেয়ারম্যান মেম্বার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়া মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় মায়ের মন্দিরে নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন পুঁজা মন্দির পরিদর্শন করেন।বেড় আকছি গ্রাম পুলিশসহ আনছার ভিডিপির ৬ সদস্য নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেন।

আনছারের শক্তকমান্ডের দায়িত্বে থাকা শ্রী নিতাই পদ জানান,আমাদের এ মন্দিরে বেশি ঝুকি আছে বলে শক্তিশালি আনছার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।মন্দির কমিটির সভাপতি সুধাংশ বিশ^াস জানান,এ মন্দিরে কোন সমস্যা নাই।এখানে শান্তির পরিবেশ সব সময় থাকে।তাছাড়া এলাকার হিন্দু-মুসলিম মিলেমিশে আমরা চলাফেরা করি। আমাদের চেয়ারম্যান মহদ্বয় আর কিছুক্ষণ পরেই মন্দির পরিদর্শন করবেন।ছোনপুর কালিবাড়ির মন্দির,শেখপাড়া,বড়খড়ি ও বড়খড়ি মাশরুম পাড়া,ভাবনহাটি,জাগলা,শক্রুজিৎপুর,আলোকদিয়া,আঠারখাদা,বাশকোঠা,ইছাখাদা,তাতিপাড়া,ছানারবটতলাসহ মন্দিরে আগামীকাল সকাল ১০/১১টার সময় ঠাকুর মায়ের অঞ্জলী দেবেন বলে আয়োজক কমিটি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *