: পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল দুর্গা পূজার অষ্টমীতে মাগুরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শকালে তিনি পূজারি, পূজা কমিটির সদস্য এবং সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি পূজা ও উৎসবের সকল কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিভিন্ন বিভাগ কাজ করে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন।
এ সময় মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দীন আল আজাদ সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।