• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ১০ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রায় প্রচারপত্র

Bybasicnews

Oct 23, 2022

: নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু, দুর্নীতিবাজ লুটেরাদের বিচার, পাচারকৃত ও খেলাপি ঋণের টাকা উদ্ধার, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শনিবার বাম গণতান্ত্রিক জোট মাগুরা শহরে পদযাত্রার মাধ্যমে প্রচারপত্র বিলি করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিকাল সাড়ে ৪ টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে পুরাতন জেল রোড, সৈয়দ আতর আলী সড়ক, জামে মসজিদ সড়ক হয়ে ঢাকা রোড গিয়ে এই পদযাত্রা শেষ করে।

গণপদযাত্রায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শি¶াবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু সহ অন্যরা।

পদযাত্রার শুরুতে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিসমূহ হচ্ছে-দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নির্বাচনকালীন দল নিরপে¶ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা; নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ঋণখেলাপি-ব্যাংক ডাকাত, অর্থ পাচারকারী, কালোটাকার মালিক, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; অগণতান্ত্রিক সংশোধনীসমূহ ও কালাকানুন বাতিল; রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম-খুন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ-মাস্তানদের হস্ত¶েপ বন্ধ করা; চাল-আটাসহ ৯টি অত্যাবশ্যকীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করা, মজুরি কমিশন গঠনসহ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা, সাম্প্রদায়িক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, শি¶া-¯^াস্থ্য নিয়ে ব্যবসা বন্ধ করা, জাতীয় সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের সঙ্গে ¯^া¶রিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ এবং দেশের ¯^ার্থবিরোধী সব অসম চুক্তি বাতিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *