মাগুরা প্রতিনিধি : মাগুরা হাজরাপুর ইউনিয়নের, হাজরাপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে ২৬শে অক্টবার বুধবার সকাল নয়টার সময়, মিঠাপুর, খালিমপুর, হাজরাপুর ইছাখাদা গ্রামের সচেতন মহলের নেতৃত্বে, স্কুলের সামনের খেলার মাঠের দখল কৃত জমির বাসের বেড়া ভেঙে দেওয়া হয়। এবং উক্ত দখল জমিরে মজুদ কৃত মাটি ট্রাকটারের মাধ্যমে স্কুল মাঠে বিছায়ে মাঠ সমান করার কাজে ব্যবহার করা হয়। স্কুলের সাবেক সভাপতি ও ছাত্ররা জানান। স্কুল ১৯৭২ সাল থেকে উক্ত জমি মাওলানা মোখলেসুর রহমান স্কুলের নামে দান করে দেন, সেই সুত্রে উক্ত জমি স্কুলের আমরা জানি। কিন্তু হঠাৎ স্কুলের সিমানা পাচিল দেওয়ার সময়, মোঃ খোকন নামের স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি উক্ত জমির মালিকানা দাবি করে, কচা গাছ এবং বাস দিয়ে স্কুল মাঠ ঘিরে দেন। উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা রেক্সনা বেগম জানান, স্কুলের মাঠ দখল কারিরা মাগুরা দাইরা জজ আদালতে একটি মামলা করেন, কিন্তু মামলার রায় স্কুলের পক্ষে হওয়ার পরেও তারা গায়ের জোরে স্কুল মাঠ ঘিরে দিয়েছে। স্কুল মাঠ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, উক্ত স্কুল কমিটি ও সচেতন মহলের সাবেক ইউপি চেয়ারম্যান সূর্য দত্ত, আঃ রাজ্জাক মোল্যা, মোঃ হোসেন জোয়াদ্দার, ইউপি সদস্য মোঃ হানিফ, মোঃ সাইফুল ইসলাম, কালাম সাবেক ইউপি সদস্য, সাবেক স্কুল শিক্ষক হাসেম স্যার সহ চার গ্রামের স্থানীয় জনগণ। এবং স্থানীয় স্কুল কলেজের ছাত্ররা জানান, উক্ত এলাকায় আমাদের কোন খেলার মাঠ না থাকায় আমরা এই স্কুল মাঠে খেলা করি। কিন্তু মাঠের অর্ধেক অংশ ঘিরে দেওয়া ও মাটি ফেলানর কারনে আমরা খেলাধুলো করতে পারছি না। তাই স্কুল ও এলাকার সার্থে এই মাঠ উন্মুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ।