সিলেটের সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। হত্যার প্রায় একযুগ পর এ রায় দেওয়া হলো।
আসামিরা হলেন- মো. কাশেম আলী (২২), সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম।আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ বলেন, রায় ঘোষণার সময় আসামি কাশেম আলী আদালতে উপস্থিত ছিলেন। কাশেম জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ২৮ এপ্রিল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সিলেট বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি মো. মফুর আলী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।