• Thu. Jan 2nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা শিল্প ও বানিজ্য মেলার সত্বাধীকারী চাঁদের সাথে বেসিক নিউজ সম্পাদক আকরাম হোসেন ইকরামের সৌজন্য সাক্ষাৎ

Bybasicnews

Nov 29, 2022


নিজস্ব প্রতিবেদক\ মাগুরা শিল্প বানিজ্য মেলার সত্বাধীকারী চাঁদ সাহেবের সাথে বেসিক নিউজ সম্পাদক আকরাম হোসেন ইকরাম আজ মঙ্গলবার মেলা অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাৎ করেন।এক সাক্ষাতে জনাব চাঁদ জানান,বাংলাদেশে বিভিন্ন জেলায় মেলা উদযাপন করে মানুষের মনোরঞ্জন দিয়ে আসছি।সেই সাথে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমার মেলা বেশ পরিচিতি আছে।দক্ষিণ পশ্চিমের সর্বাধিক পাঠকের প্রিয় সেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক গ্রামের কাগজের সম্মাপাদক জনাব মুবিনুল ইসলামের সাথে নিবিড় সম্পর্কের কথা জানান এবং দৈনিক গ্রামের কাগজ মিডিয়া পাটনার হিসাবে পাশে থাকে সব সময়।এ ছাড়া মেলা উদযাপন প্রসংগে তিনি মাগুরাবাসীর মনোরঞ্জনের জন্য মেলায় আসার আহবান করেন।তবে মেলায় কোন জুয়া লটারীর বা কোন অবৈধ কোন কারবারের স্থান নেই বলেন । পরিবারের সকলকে এক সাথে উপভোগ করার মত একটি আধুনিক ডিজিটাল মেলা। তিনি আইন শৃংখলাবাহিনীসহ সকল সাংবাদিককে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *