• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা সত্যপুর -মঘি সড়ক নির্মানের ব্যাপক অনিয়মের অভিযোগ

Bybasicnews

Nov 30, 2022
          

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার মঘি ও সত্যপুর রোডের বেহাল দশা শিরোনামের পর দীর্ঘ দিন পরে হলেও রোডটির কাজ ইতিমধ্যে শুরা করেছেন কর্তপক্ষ। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়,সত্যপুর তেমাথা হইতে মঘি পর্জন্ত রোডের ৩ নাম্বার ইট দিয়ে কাজ করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,সত্যপুর ও মঘির কোন মানুষ ভয়ে মুখ খুলবে না আপনারা যা পারেন তাই লেখেন। কারন তিনি শাসক দলের হয়েও কিছু করতে পারেননি।এলাকাবাসীর পক্ষে একজন জানান,বলে কি হবে?রাস্তা ঘাটের ব্যাপারে বলে কোন দিন কিছু হয়নি। এর আগে সাংবাদিকরা ছবি ভিডিও করে নিয়ে গেছে। অনেক প্রশাসনের কাছে জানিয়েছিল। পরে কোন এক জায়গা থেকে ফোন আসলে কিছুই হয়নি।তাই তিনি আশঙ্কা করছেন লিখে কিছু হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *