• Wed. Oct 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

গোল্ডেন বুট: দৌড়ে আছেন যারা

Bybasicnews

Dec 2, 2022

ফিফার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। শেষ ষোলোতে খেলছে কোন কোন দল তাও প্রায় নির্ধারিত হয়ে গেছে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট কে পাবেন, সে নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে। শেষ পর্যন্ত কে পাবেন সোনার বুট? 

এখন পর্যন্ত লড়াইয়ে এগিয়ে চারজন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার গোল তিনটি। এর মধ্যে ভ্যালেন্সিয়ার দল বিদায় নেওয়ায় তার আর গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই, যা আছে বাকি তিন জনের । দুই গোল নিয়ে এখনো দৌড়ে আছে লিওনেল মেসি সহ আরও ১১ জন। এদের মধ্যে সৌদি আরবের দাওসারি, ইরানের তারেমি বাদ পড়ে গেছে। মেসি কাল পেনাল্টি মিস না করলে অবশ্য তার গোলও হতো তিন। তবে মেসিসহ ব্রুনো ফার্নান্দেজ, রিচার্লিসন, অলিভিয়ের জিরুরা সুযোগ পাচ্ছেন নকআউটে বাড়িয়ে নেওয়ার।

গোল ও অ্যাসিস্ট মিলে হিসেব করলে সবার ওপরে এমবাপ্পে ও ব্রুনো। ব্রুনো দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট, আর এমবাপ্পে তিন গোলের সাথে অ্যাসিস্ট একটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *