কূটনৈতিক প্রতিবেদক
দেশে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল সকালে তিনি আসক কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তিনি আসক অফিস ঘুরে দেখেন। আসক কর্মীরা সংগঠনটির চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার ও মানবাধিকার সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়ায় রাষ্ট্রদূত পিটার হাস আসককে অভিনন্দন জানান। আসক পরিদর্শনের তথ্য জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দিতে সারা বিশ্বে সুশীলসমাজের কাজ অত্যাবশ্যকভাবে গুরুত্বপূর্ণ।