• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মহম্মদপুরে অবৈধ ছয়টি ইট ভাটা ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা

Bybasicnews

Dec 23, 2022

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়েওঠা ছয়টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনব্যাপি মহম্মদপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করে যশোর জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়।  উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ভাবে ছয়টি ইটভাটার ৬টি ড্রাম চিমনি ও ইটভাটা সম্পূর্ণ ধ্বংস এবং একটি জিগজ্যাগ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা সুলতানা। এ সময় পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
ধ্বংসকৃত ইটভাটাগুলো হচ্ছে- উপজেলার বাবুখালী ইউনিয়নের ঠাকুরের হাট এলাকার মেসার্স বিসিভি ব্রিকস, একই ইউনিয়নের বাসোর মেসার্স জেডপিএমবি ব্রিকস, বালিদিয়া ইউনিয়নের ঘোষপুরের মেসার্স এরএমবি ব্রিকস, নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুরের মেসার্স কেএবি ব্রিকস, বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহুর মেসার্স খান ব্রিকস ও রাজাপুর ইউয়িনের ঝগড়দিয়া এলাকার এএমবি ব্রিকস নামক ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটা গুলোকে ভেঙ্গে গুড়িয়া দেয়া হয়েছে। এছাড়া উপজেলা সদরের ধোয়াইল বাজার সংলগ্ন মেসার্স নাজ ব্রিকস নামক জিগজ্যাগ ইটভাটা নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় এবং ইটভাটা কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৮(১) ধারা ও ৮(৩) ধারা লঙ্ঘন করায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা সুলতানা বলেন, বায়ুদূষণ রোধে আমাদের কার্যালয় কর্তৃক আজকের এ অভিযান করা হয়। পরিবেশ দূষণ রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *