শেখ সালাহউদ্দিন শিমুল, মাগুরা : মাগুরা সদর উপজেলার হাজরাপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং স্কুল কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয় । জানা যায় স্কুলটি স্কুলটি ১৯৭২ সাল মাওলানা মোখলেসুর রাহমানের হাত ধরে যাত্রা শুরু করে। বর্তমানে স্কুলটি সুনামের সাথে অভিজ্ঞ শিক্ষিকাদের মাধ্যমে পড়ালেখার পাশাপাশি বিনোদন কার্যক্রম চলে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখসানা বেগম বলেন আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের আনন্দ ও বিনোদনের জন্য প্রতি বছর এমন অনুষ্ঠান পালন করতে চাই যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী মানসিক বিকাশ বৃদ্ধি পায়। মাগুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, সহকার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুপ্রাথমিক শিক্ষা বিষয় মিজানুর রহমান, মোঃ কবির হোসেন চেয়ারম্যান হাজরাপুর ইউনিয়ন পরিষদ। বাবু সূর্য দত্ত সাবেক চেয়ারম্যান হাজরাপুর ইউনিয়ন পরিষদ, স্কুল সভাপতি নিখিল বাবু, সহ-সভাপতি শেখ সালাহউদ্দিন শিমুল, সাবেক প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী, এবংস্থানীয় সচেতন মহলের মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোখলেসুর রহমান , সাবেক ইউপি সদস্য কালাম হোসেন সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।