• Fri. Apr 19th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

ফুলে ফুলে শিক্ত হলেন মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি সাইফুল সম্পাদক বাবু

Bybasicnews

Jan 30, 2023

বিশেষ প্রতিনিধি\মাগুরা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল,  সম্পাদক বাবু নির্বাচিত| ২৮শে জানুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিতিতে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।তালা চাবি প্রতীকে সভাপতি সাইফুল ইসলাম ও তরবারি প্রতীকে সাধারণ সম্পাদক বাবু মিয়া নির্বাচিত জয়ী হয়েছেন। জেলায় ৬ বছর পর, বাস মিনি বাস ও মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি – বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত | জেলায় ৬ বছর পর নির্বাচন হলো  | নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন। সভাপতি পদে নির্বাচন করেছেন তিনজন

১। ইমদাদুর রহমান, গরুর গাড়ি মার্কা।

২। সাইফুল ইসলাম, তালা চাবি মার্কা।

৩। মুন্সি মোঃ আলী এমন, কুঁড়েঘর মার্কা

## বেসরকারিভাবে জয়ী হয়েছেন, সাইফুল ইসলাম

## সহ-সভাপতি পদে নির্বাচন করেছেন চার জন, ১। শামসুল হক মোল্লা, ময়ূর মার্কা।

২। নাসির খান বাইসাইকেল মার্কা

৩। এরশাদ মাহমুদ, তারা মার্ক।

৪। আলমগীর হোসেন জাহাঙ্গীর, দোয়াত কলম মার্কা।

## বেসরকারিভাবে জয়ী হয়েছেন

## সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তিনজন, হবে একজন।

১। বাবু মিয়া তরবারি মার্কা।

২। সেলিম রেজা, গাভী মার্কা।

৩। আলমগীর হোসেন শেখ, বাস মার্ক।

## বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, বাবু মিয়া, তরবারি মার্কা।

## যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন তিনজন।

১। মাখন মল্লিক, উড়োজাহাজ মার্কা।

২। নাজির হোসেন লাড্ডু, চাঁদ মার্কা।

৩। শাহাবুল ইসলাম শিহাব, মোরগ মার্কা।

## বেসরকারিভাবে জয়ী হয়েছেন নাজির হোসেন

## লাইন সম্পাদক পদে দাঁড়িয়েছেন সাত ।

১। রফিকুল ইসলাম রুমন, বটগাছ মার্কা।

২। মনিরুল ইসলাম, খেজুর গাছ মার্কা।

৩। আব্দুর রহমান রুমু, হাস মার্কা।

৪। মীর আবু বক্কর, আম মার্কা।

৫। সুজন বিশ্বাস, টায়ার মার্কা।

৬। খান সাইফুল ইসলাম, বল মার্কা।

৭। মোঃ হেদায়েত খান, বালতি মার্কা।

 নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন দশ জন, ।

১। হাফিজুর রহমান, দাড়িপাল্লা মার্কা।

২। শরিফুল ইসলাম, মোটরসাইকেল মার্কা।

৩। হীরক বিশ্বাস ফিরোজ, প্রজাপতি মার্কা।

৪। নায়েব আলি, কবুতর মার্কা।

৫। মুক্তার হোসেন, পাঞ্জাবি মার্কা।

৬। হোসেন মীর, শাপলা ফুল।

৭। নাদের আলী রাজু, রিক্সা মার্কা।

৮। রুহুল আমিন সিকদার, হাতি মার্কা।

৯। জাকির হোসেন, ট্রাক মার্কা।

১০। মিলন বিশ্বাস, স্টারিং মার্কা। এদের মধ্যে পাশ করেছে চার জন।

৩। হীরক বিশ্বাস ফিরোজ, প্রজাপতি মার্কা।

৪। জাকির হোসেন, ট্রাক মার্কা।

 সহ-সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন চারজন, হবে দুইজন।

১। মনির খান, রেঞ্জ মার্কা।

২। আহমদ আলী, হাতপাখা মার্কা।

৩। আমির হোসেন, মাছ মার্কা।

৪। আলমগীর হোসেন, টুপি মার্কা।

## বেসরকা রিভাবে বিজয় হয়েছে

১। মনির খান, রেঞ্জ মার্কা।

 সাংগঠনিক সম্পাদক পদে দাঁড়িয়েছে তিনজন, হবে ।

১। সাজ্জাদ হোসেন, কাপ পিরিচ মার্কা।

২। মতিয়ার রহমান, শেয়ার মার্কা।

৩। পানু শেখ, গোলাপ ফুল মার্কা।

 বেসরকারিভাবে বিজয় হয়েছেন সাজ্জাদ হোসেন, কাপ পিরিচ মার্কা। দপ্তর সম্পাদকে দাঁড়িয়েছেন দুইজন ।

১। মামুন হোসেন টিটন, হরিণ মার্কা।

২। ফারুক আহমেদ, কাঁঠাল মার্কা।

## বেসরকারিভাবে বিজয় হয়েছেন,

## প্রচার সম্পাদক পদে একজন দাঁড়িয়েছেন চারজন।

১। ফারুক হোসেন, ঠেলাগাড়ি মার্কা।

২। মামুন রেজা, হেলিকপ্টার মার্কা।

৩। কামরুজ্জামান মন্টু, কুড়াল মার্কা।

৪। মোঃ রুবেল, বাঘ মার্কা।

## বেসরকারিভাবে জয়ী হয়েছেন,

## কোষাধক্ষ পদে দাঁড়িয়েছেন দুইজন হবে একজন।

১। ফয়সাল আহমেদ খান, দোয়েল পাখি মার্কা।

২। সাহেব আলী, টেলিফোন মার্কা।

## বেসরকারিভাবে জয়ী হয়েছেন,

বিশাল ভোটের ব্যবধানে সভাপতি পদে পাশ করেছেন  সাইফুল ইসলাম নির্বাচনে জয়ী হতে পারলে,   ৭ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি হলো

১। পুরাতন অফিস ভবন মেরামত করা হবে।

২। সভাপতির মাসিক সম্মানী ভাতা পঙ্গু ও দুঃস্থ শ্রমিকদের কল্যানে ব্যায় করা হবে।

৩। মৃত এবং অবসরপ্রাপ্ত কার্ডধারী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।

৪। দূর্ঘটনা কবলিত শ্রমিকদের সমিতির পক্ষ থেকে চিকিৎসা ব্যয় সাধ্য অনুযায়ী বহন করা হবে।

৫। অসহায় শ্রমিকদের মেয়েদের বিয়ের ক্ষেত্রে সর্বপ্রকার সহযোগিতা করা হবে।

৬। প্রতি তিন মাস (৩ মাস) অন্তর অন্তর আয় ব্যয়ের হিসাব সমিতির সাধারণ সভা ডেকে উপস্থাপন করা হবে।

৭। সর্বোপরি দূর্নীতিমুক্ত জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *