• Wed. Oct 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ফেসবুকে ষ্ট্যাটাসে ফুঁসে উঠেছে ফুরফুরা শরীফের আকিদা হিন্দুদের আকিদা তুলনা করায় যুবকের বিরুদ্দে থানায় অভিযোগ

Bybasicnews

Feb 22, 2023


মাগুরা নিজস্ব প্রতিবেদক\ মাগুরা মহম্মদপুরে ফেসবুকে ষ্ট্যাটাস নিয়ে ফুরফুরা আকিদা হিন্দুদের আকিদা তুলনা করায় যুবকের বিরুদ্ধে মহম্মদপুর থানাায় অভিযোগ করেছেন। ১৮ই ফেব্রæয়ারী শনিবার ফুরফরা আকিদা বিশ^াসী তরিকুল ইসলাম এবং ৭ জন স্বাক্ষির সমন্ময়ে তুহিন ইসলাম ওরফে ইব্রাহিম শেখের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন । অভিযোগে জানা যায়,গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোঃ তুহিন ইসলামের আইডিতে ফুরফুরা শরীফের আকিদা হিন্দুদের আকিদা তুলনা করায় এলাকার ফুরফুরা ছিলছিলা আকিদা বিশ^াসী সাধারন মুসল্লীরা ফুঁসে উঠেছে।তুহিন ইসলাম মহম্দপুর উপজেলা নহাটা ইউনিয়নের পরমেশ^ার গ্রামের টিটো শেখের ছেলে। এক ব্যাক্তি জানান,ঈব্রাহিম শেখ বাড়িতে ঠিকমত থাকেনা মাঝে মধ্যে এ রকম এসে ঝামেলা করে চলে যায় কোথাও। গ্রামে দ্ব›দ্ব বাঁধিয়ে কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থেকে আবার আসে গ্রামে। কেউ কেউ জঙ্গিসংশ্লিষ্টতার সন্দেহ করেন তুহিন ইসলামকে। মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া প্রসংগে তিনি আরো জানান, ১২ আউলিয়া পিরের দেশে শাহজালাল ,শাহ মাগদুম,খাঁনজাহান আলীর দেশে এ রকম একজন ধর্মদ্রহী দুশমনের বিচার দাবী করেন। এলাকার সাধারন মুসল্লিরা মানব বন্ধনের হুমকি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *