• Wed. Oct 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শাবলাট কারিমিয়া হাফেজিয়া কওমিয়া ও এতিমখানা মাদ্রাসা হাফেজ ছাত্রদের প্রথম কোরান ছবক অনুষ্ঠিত

Bybasicnews

Feb 22, 2023


মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা শালিখা উপজেলার ধনেশ^ারগাতি ইউনিয়নের শাবলাট কারিমিয়া হাফেজিয়া কওমিয়া ও এতিমখানা হাফেজ ছাত্রদের প্রথম কোরানের ছবক অনুষ্ঠিত হয়েছে। বুধবার যহর নামাজবাদ অত্র মাদ্রাসার অফিস কক্ষে ৪ জন ছাত্রের মাঝে এ কোরান ছবক দেওয়া হয়।

তারা হলো,নাজেরা বিভাগের মোহাম্মাদ সিয়াম উদ্দিন,মহিন উদ্দিন,ইকরামুল ইসলাম,মোঃ আবির হোসেন।অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমানের পরিচালনায়,উপস্থিত ছিলেন,মাদ্রাসার সভাপতি.হাফেজ জাবের হোসাইন,সেক্রেটারি আলাউদ্দিন মুন্সি,মুফতি খবিরুজ্জামান,হাফেজ ইকবাল মাহমুদ,হাফেজ কারী আব্দুল্লাহ,মাষ্টারএম এম খাইরুল ইসলাম ,ক্যাশিয়ার মতিয়ার জোয়র্দার,ছাখাওয়াত মুন্সি,আবুলকালাম মেম্বার প্রমুখ।পরে কোরানের পাখিদের ও সম্মানীত মেহমানদেরকে মিষ্টিমুখ করান । এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন মাদ্রাসা কর্তপক্ষকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *