মাগুরা প্রতিনিধি। মাগুরা সরকারি জায়গায় চলছে ঘর নির্মাণের কাজ,চেয়ারম্যানসহ কারো নিষেধই মানছে না কারও নিষেধ।এলাকাবাসী সূত্রে জানাযায়, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউপির ছোট জোকা গ্রামের মৃত মোবারক বিশ্বাসের পুত্র আরিফ বিশ্বাস, ২০৭ মৌজার ৪৪৩ দাগের তার মাথায় ১নং সরকারি খাস খাতিয়ানের জমির রাস্তা জড়িয়ে করছে পাকা ঘর নির্মাণ। প্রতিবেশীরা আরিফ বিশ্বাসকে সরকারি জায়গা বাদ দিয়ে ঘর নির্মাণ করতে অনুরোধ করেন,কিন্তু তাতে তিনি কোন কর্ণপাত করেনি।এরপর তারা কোন উপায় না পেয়ে আব্দুল্লাহ আল মারুফ,ফরিদ হুসাইন ,হাবিবুর রহমান,ফজের শিকদার, আলিম শিকদার,রুমান শিকদার,আবুল খায়ের শিকদার,সেলিম শিকদার এই সরকারি জায়গায় দখল মুক্ত রাখতে একটি লিখিত আবেদন করেন ১১ নং বেরইল পলিতা ইউপির চেয়ারম্যানের কাছে।চেয়ারম্যান এনামুল হক রাজা নিজে এসে আরিফ বিশ্বাসকে সরকারি জায়গায় ঘর নির্মাণ না করতে বলেন,তাতেও কোন কর্ণপাত না করে,তিনি চালিয়ে যান তার ঘর নির্মাণের কাজ,এরপর বিষয়টি স্থানীয় নায়েবকে জানানো হলে তিনিও নিজে এসে সরকারি জায়গা বাদ রেখে ঘর নির্মাণ করার কথা বলেন।এত নিষেধের পরেও আরিফ বিশ্বাস কোনো এক অজানা শাক্তির বলে তার স্বমহিমা গতিতে ঘর নির্মাণের কাজ চালিয়েই যাচ্ছেন, যেটা নিয়ে চরম ক্ষোভে ফুসছেন প্রতিবেশীরা।কারণ চলাচলের পথের উপর এই ঘর নির্মাণ হলে, তাদের চলাচল করতে চরম অসুবিধা ভোগ করতে হবে।তাই এ বিষয়টি নিয়ে যেকোনো মুহুর্তে ঘটতে পারে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণে বিষয় আরিফ বিশ্বাসের কাছে জানতে চাইলে দখলের বিষয়টি তিনি অকপটে স্বীকার করেন। এ বিষয়ে ১১নং বেরইল পলিতা ইউপির নায়েব মোঃ সুজায়েত বলেন,আমি নিজে যেয়ে আরিফ বিশ্বাসকে বলেছি সরকারি জায়গায় কোনো ঘর নির্মাণ করা যাবে না,আমি সরকারি সার্ভেয়ার এনে মেপে সরকারি জায়গা নির্ধারণ করবো,এরপর আপনারা সরকারি জায়গা বাদ রেখে ঘর নির্মাণ করবেন, আমার নিষেধর পরও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন,তিনি আরো বলেন আমি বিষয়টি নিয়ে আমার উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। এবিষয়টি সমাধানে এলাকাবাসী উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।