ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় পিতার ওপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারহানা আলম নদী নামে এক কিশোরী। সে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামের আশরাফুল ইসলাম আদমের মেয়ে ও বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ফারহানা আলম নদী মোবাইল ফোনে কথা বলছিল। বিষয়টি তার পিতা আশরাফুল ইসলাম আদম বুঝতে পেরে তাকে বকাবকি করেন। এ কারণে পিতার উপর অভিমান করে নিজ ঘরে ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নদী। সকালে তার পিতা ফজরের নামাজ পড়ে নদীকে ডেকে সাড়া না পেয়ে তার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃত অবস্থায় তাকে নামানো হয়। জানতে পেরে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে এদিন বিকালে পারবারিক কবরস্থানে ফারহানা আলম নদীকে দাফন করা হয়।