সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে রমজান মাসের শুরুতে পাকা কলার দামে আগুন লেগেছে। পাকা কলা ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার সকালে কেশবপুর পৌর শহরের বিভিন্ন দোকান ঘুরে জানা গেছে, পবিত্র রমজান মাস ঘিরে পাকাকলার বাজারে আগুন লেগেছে। দু’দিন আগেও কেশবপুর শহরে দুধসাগর, কালিভোগসহ বিভিন্ন জাতের পাকাকলা বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা কেজি। সাগর কলা ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা রমজান মাস চলে আসায় আড়তে কাঁচা কলা মজুদ করে কৃত্রিমভাবে পাকানো কলা ১শ’ টাকা কেজি দরে বিক্রি করছে।
উপজেলার সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম বলেন বুধবার কেশবপুরে পাকাকলা বিক্রি হয়েছিল ৪৫-৫০ টাকা কেজি। আর আজ বৃহস্পতিবার সকালে সেই কলা ১শ’ টাকা কেজি দরে কিনতে হলো। বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো দামে বিক্রি করছে।
দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে পাকা কলা ব্যবসায়ী আলতাপোল গ্রামের আবু সাইদ সাংবাদিকদের বলেন, তারা ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করছে।
আরেক ব্যবসায়ী জসিম উদ্দীন বলেন, পাইকারি বাজা থেকে কলা কিনছে ৬৫/৭০ টাকায়। তাহলে তারা কত দামে বিক্রি করবেন-এমন প্রশ্ন করেন।