• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

খুলনায় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায়  ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

Bybasicnews

Mar 29, 2023

, ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনার বাণী : খুলনা ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন খুলনা বিভাগ এর আয়োজনে, খুলনা ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা এর সহযোগিতায় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত হয়। সোমবার ২০ মার্চ সকাল ৯ টার সময় খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তন হলরুমে সেমিনার করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন ও অধ্যক্ষ খুলনা ইউনানী মেডিকেল কলেজ, খুলনা নৃপেন্দ্র নাথ বৈরাগী ও সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক বিইউএমএ খুলনা জেলা শাখা হাকীম মোঃ জাহিদুর রহমান জাহিদ। বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন খুলনা সেমিনারের উদ্বোধক ছিলেন অনলাইন জুম কলের মাধ্যমে  চেয়ারম্যান বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন ও চীফ মোতাওয়াল্লী হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ ডঃ হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। মূল প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন ও অধ্যক্ষ তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা হাকীম আ. খ. মাহবুবুর রহমান সাকী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন খুলনা জেলা ডাঃ সুজাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অনলাইন জুম কলের মাধ্যমে সদস্য বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম  অব মেডিসিন ডাঃ মোঃ মিজানুর রহমান, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখা এবং সিইও বিশ্বাস প্রোপার্টিজ মোঃ আজগর বিশ্বাস তারা, সিনিয়র সহ-সভাপতি খুলনা ইউনানী মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ হাকীম মোঃ হামিদুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যক্ষ হাকীম আ. ফ. মাহবুবুর রহমান সাকী ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক ১০ টি বিষয়ের উপর বক্তব্য রাখেন। তিনি আলোচনায় বলেন বর্তমান সময়ে মানুষের গড় আয়ু পুরুষদের ৭৩% ও মহিলাদের ৭১%, বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ পেটের অসুখে ভুগছে, ভবিষ্যতে ভাইরাসের আক্রমণ বেশী হবে, স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট কম, শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় বাংলাদেশ তেমন উন্নতি হয়নি, বাংলাদেশে রোগীর অভাব নেই কিন্তু চিকিৎসক বা ডাক্তার এর অভাব বেশী, মাদকের ব্যবহার স্বাস্থ্য ও মানসিক দুশ্চিন্তা বাড়বে, স্ট্রোকের রোগী বাড়বে, ভবিষ্যতে এ্যালোপ্যাথিক ঔষধের এন্টিবায়োটিক সেবনের ফলে মানবদেহে রোগ-প্রতিরোধ হ্রাস পাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন যশোর জেলা শাখা হাকীম মোঃ আবু তোহা, মেহেরপুর জেলা শাখা সভাপতি হাকীম শামীম রেজা, সিনিয়র জোনাল ম্যানেজার হামদর্দ জোনাল অফিস খুলনা মোঃ আখতারুজ্জামান, ত্রাণ, দুযোগ ও পুর্নবাসন সচিব (বিইউএমএ) হাকীম শাহ করিম উল্লাহ চিশতী, সাংগঠনিক সচিব (বিইউএমএ) হাকীম মোঃ আব্দুল্যাহ আল-মামুন, সভাপতি বিইউএমএ খুলনা জেলা শাখা হাকীম এ.কে.এম হাবিবুল কাদির খান, সাবেক পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা আঃও মুসফিকুর রহমান। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক হাকীম-কবিরাজ মোঃ ফারুক আহমেদ। বৈজ্ঞানিক অধিবেশনে ২ টি রোগ যকৃত (লিভার), ও চর্ম নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা প্রশিক্ষক ডাঃ মোঃ আব্দুল গনি, প্রভাষক তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা ও প্রচার-প্রকাশনা সচিব বিইউএমএ প্রশিক্ষক হাকীম মোঃ রুহুল আমিন, ইউনানী ঔষধ প্রস্তুত ও রোগের জন্য ব্যবহৃত ভেষজ উদ্ভিদ গাছ নিয়ে আলোচনা করেন সহযোগী অধ্যাপক খুলনা ইউনানী মেডিকেল কলেজ খুলনা প্রশিক্ষক হাকীম কৃষ্ণপদ গায়েন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন খুলনা ডাঃ সুজাত আহমেদ বলেন ইউনানী চিকিৎসা একটি প্রাচীনতম ভেষজ, প্রাণীজ ও খনিজ দ্রব্য গুণ সম্পন্ন চিকিৎসা পদ্ধতি। তিনি বাংলাদেশ  ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা বিভাগ শাখাকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনানী চিকিৎসার শীর্ষক ভূমিকার অবদানের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *