• Wed. Oct 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা পথেরহাটে এক প্রবাসীর বাড়ির সবাইকে অচেতন করে স্বর্ণলংকার,নগদ টাকা সৌদি রিয়ালসহ প্রায় ৯ লক্ষা লুট

Bybasicnews

Apr 3, 2023

মাগুরা নিজস্ব প্রতিবেদক\ মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পঘেরহাট গ্রামে সৌদি প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে গতরাত রবিবার খাবারের মাধ্যমে অচেতন করে ৭ ভরি স্বর্ণের চেইন ৫হাজার ১৭৫ সৌদি রিয়াল নগদ ১ লক্ষ ২৫হাজার টাকা ও মালামাল নিয়ে পথে বসিয়ে দিয়েছে। আইয়ুব আলী এ ব্যাপারে শক্রুজিৎপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানান,গতকাল রাতে যে যার মত খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ে কেউ কারোর খোজ খবর নিতে পারেনি। আমার মা স্ত্রী,ছেলে মেয়েরা আগেই ঘুমিয়ে গেছে। আমি সবার শেষে বাড়িতে এসে কাউকে না ডেকে নিজের মত খেয়ে ঘুমিয়ে পড়ি । তবে তাড়াতাড়ি ঘুমের জন্যই আমি কাউকে ডাকি নাই সারাদিন রোজায় সবাই কষ্টের জন্য। যে যার মত খেয়েছি সেই সময় ঘুমিয়ে গেছে সেখানে। সেহরীর সময় একজন প্রতিবেশি ডেকে উঠান আমাদেরকে। তখন দেখি দরজা খোলা তালা ভাঙ্গা অবস্থায় সবকিছু এলামেলো পড়ে আছে ।পাসপোর্ট উঠানে পড়ে আছে। নতুন বাড়ির নির্মান কাজ চলছে। বাড়িতে ২৫/৩০ জন নির্মান শ্রমিক কাজ করতেছিল। গ্রামে পুর্বশত্রæতা বসত কেউ অথবা র্অজ্ঞান পাটির কবলে এসব চক্র আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। আজ সোমবার সকাল বেলা শক্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *