প্রতিনিধি মাগুরা
মন থেকে চাইলেই যে আল্লাহ নিরাশ করেন না তার একটি উজ্জ্বল উদাহরণ আমাদের এই মামনি।ওনার পরপর চারটি কন্যা সন্তান হওয়ার পর উনার স্বামী রাগ করে উনাকে লাইগেশন করিয়ে দেন যায়। কিন্তু এবার তা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ তার বন্ধ্যাত্বকরণ করা হয়েছে অপারেশনের মাধ্যমে যাকে লাইগেশন বা স্থায়ী বন্ধ্যাত্বকরণ বলে ।এখন আর কি করার শেষমেশ উনারা জাহান হাসপাতালে আসেন এবং পুনরায় তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। ডাক্তার মাসুদুল হকের অপারেশনের
মাধ্যমে রি-কানালাইজেশন বা পুনরায় টিউব প্রতিস্থাপন করে দিলে এক বছরের মাথায় সে গর্ভবতী হয় এবং পঞ্চম সন্তানটিও কন্যা সন্তান প্রসব করেন ।এবার দুই বছর পরে আবার গর্ভধারণ করলে পুনরায় ছয় নম্বর কন্যা সন্তান হয় ।তখন ডাক্তার মাসুদুল হক তাকে বলে যে মামনি হতাশ হয়ো না এবং সেই আশায় বুক বেঁধে থাকে। এবং শেষমেশ সেই কাঙ্ক্ষিত পুত্র সন্তান সপ্তম গর্ভধারণে আসে এবং সিজার অপারেশনের মাধ্যমে তার এই পুত্র সন্তান গতকাল জাহান প্রাইভেট হাসপাতালে জন্মগ্রহণ করেন॥ ওনার বড় তিনটি মেয়ে বিবাহ হয়ে গেছে এবং তাদের বাচ্চাও জাহান হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে জন্মদানে সহযোগিতা করেছিলেন। এই ছয় বোন তাদের একমাত্র ভাইকে পেয়ে অসম্ভব খুশি যেমন খুশি তার পিতা-মাতা ।সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করেন ডাক্তার মাসুদুল হক সকল সাংবাদিককে এই পজেটিভ নিউজ এবং বস্তুনিষ্ট সংবাদ প্রচার করার আহবান জানান।