নিজস্ব প্রতিবেদক:ক্রীড়া প্রতিবেদক: যশোরের সাবেক রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং খেলোয়াড় হাসান ইমাম সিদ্দিকী ওরফে মুকুল সিদ্দিকী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি……….রাজিউন)। বুধবার দুপুর ৩টার দিকে ঢাকা ইস্কাটনস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুকুল সিদ্দিকী সমাজিক ব্যক্তিত্ব আলমগীর সিদ্দিকীর বড় ছেলে। আজ বৃহস্পতিবার জোহরবাদ টাউন হল ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মুকুল সিদ্দিকী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল ও রায়হান সিদ্দিকী প্রবালের বড় ভাই। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। যশোরের সামাজিক ব্যক্তিত্ব হাসান ইমাম সিদ্দিকী মুকুলের নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর টাউন হল ময়দানে নামাজে জানাযায় জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যরা হলেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবীর কবু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান প্রমুখ।এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।