নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সিভিল সার্জন ডা শহিদুল্লাহ দেওয়ান কে গ্রাম ডাক্তার কল্যান সমিতি ফুুলের শুভেচ্ছা দিতে গেলে কমিটিকে অপমান করে তাদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।৯ই মে মঙ্গলবার সকাল ১০টায় তাদের কর্মসুচী অনুযায়ী সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ানকে তার কার্যরয়ে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে। এমনকি সিভিল সার্জন এক পর্যায়ে গ্রাম ডাক্তার কমিটিকে জানান,আপনারা কিসের ডাক্তার। পাচঁ বছর পড়াশোনা করে বিএমডিসি থেকে অনুমোদন নিয়ে ডাক্তার হতে হয়। তিনি প্রত্যক গ্রাম ডাক্তার তে হুসিয়ার করে দেন কেউ যদি ডাক্তার লেখেন তাদের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা জরিমানা করা হবে। এদিকে গ্রাম ডাক্তার সমিতির সভাপতি মোঃ জমির হোসেন ও সাধারন সম্পাদক আবু তাহের শিপুল জানান,আমরা তো ডাক্তার কোথাও লেখি না। যেহেতু সিভিল সার্জন মহদ্বয় আমাদের রিফ্রেশ ১ মাসের ট্রেনিং করে সাড়ে ৮ হাজার টাকা এবং সদর উপজেলা হেলথ ফেমেলী প্লানিং কর্মকর্তা ও সিভিল সার্জন শহিদুল্লাহ সা¦াক্ষরীত সার্টিফিকেট দিয়েছেন।আমরা সে লক্ষে সিভিল সার্জন কে ঐ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা জানাতে মিষ্টি মুখ করাতে গিয়েছিলাম।তবে আমরা ঐক্যেবদ্ধভাবে প্রশাসরনের কাছে এ অপমানের প্রতিকার চাই নতুবা মানববন্ধনে যেতে বাধ্য হব।