,মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের হাফিজার লস্কারের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। ৩০ শে মে মঙ্গলবার বড়খড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা জানান, জমজ দুই বোন মুন্নিও তন্নী তাদের পিতা মরহুম নান্নু লস্কার ২বছর পূর্বে ক্যানসারে মারা যায়। তাদের মা সাথী আকতার অন্য আরেক জায়গায় বিয়ে হয়ে সংসার করিতেছে। এদিকে মুন্নি ও তন্নির চাচা হাফিজার লস্কার মরহুম নান্নুর সম্পত্তি বাগ বাগিচা ঘরবাড়ি সহ সব ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। নান্নু বিদেশ থাকা কালীন সময়ে হাফিজার লস্কার জমানো টাকা পয়সা আত্বসাৎ করে । ঐ গ্রামের মাতব্বর আব্দুল খালেক বিশ^াস জানান,প্রায় ১বছর পূর্বে হাফিজার লস্কার এই এতিম বাচ্চার হক ফাঁকি দিয়েছে।নান্নু যখন কাতারবাসী হয় তখন কাতার থেকে দেশের আাসার পর তার বাড়ি ঘর তৈরি করে মারা যায়। আকাম বিশ^াস জানান,হাফিজার লস্কার জোর করে তার পিতা জুমারত (যশো )লস্কারের কাছ থেকে অসুস্থ্য অবস্থায় শিশু ছেলের তামিম লস্কারের নামে জোর করে গোপনে নামে লিখে নেয়। শিক্ষক হারুনর রশিদ জানান এটাা এতিমে হক ফাঁকি দেওয়া চরম অন্যায় যা মানবাধীকার লংঘন। এর বিচার হওয়া উচিৎ। এই এতিম বাচ্চা মুন্নি ও তন্নির কি হবে? তারা কোথায় থাকবে। মা থাকলেও পরের বাড়িতে সংসার করছে। তন্নির আপন চাচা হাফিজার লস্কার বাড়িঘর জমিজমা সব লিখে নিয়েছে। তারা প্রশাসনের কাছে এতিম বাচ্চার সঠিক ঠিকানা পায় সে প্রত্যাশায় আইনের বিচার চায়।