নিজস্ব প্রতিনিধি\ মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানান যে, দেশে প্রচন্ড তাপদাহ হওয়ায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা না করা, আরামদায়ক পোশাক পরিধান করা,মৌসুমি ফল ও শাক শবজি গ্রহন,ছাতা ও সান গøাস ব্যবহারে নির্দেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের পিটি প্যারেড,খেলাধুলা নিরুৎসাহিত করতে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুডবল টুর্নামেন্ট পরবর্তি নির্দেশ না দেওয়া পর্জন্ত স্থগীতাদেশ দিয়েছেন।