মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার শেওলাডাঙ্গা গ্রামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মান্নানের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে শরীক ফাঁকি দিয়ে পেনশনের টাকা উত্তলনের অভিযোগ উঠেছে। অবঃ সার্জেন্ট হারুনর রশিদ অভিযোগে জানান,আমার দুই মায়ের উভয় পক্ষের ১০ ভাই বোন।এক পক্ষের ৩ জন অপর পক্ষে ৭ জন ছেলে মেয়ে।গত ৯/১১/২২ তারিখে আমার পিতা হাশেম আলী মাষ্টার বার্ধক্য জনিত কারনে মারা যান। তার পেনশনের টাকা আমার সৎ ভাই হাফেজ আব্দুল মান্নান (আমাদের ৩ জন )শরীক ফাঁকি দিয়ে জাল স্বাক্ষর করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেন। এদিকে অবঃ সার্জেন্ট হারুনর রশিদ বিষয়টি জানার পর মানবাধীকার আইন ও শালিষ কেন্দ্র(আসক),মাগুরা সদর থানাসহ বিভিন্ন গন মাধ্যমে বিষটি জানিয়েছেন।এ ছাড়া সার্জেন্ট হারুনর রশিদের আপন চাচা নওশের মোল্যা বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে তাদের মোট ভাইবোনের (ওয়ারেশ) সত্যতার প্রত্যায়ন পত্র দিয়েছেন। তিনি প্রশাসনসহ মানবাধীকার ও সুশীল সমাজের কাছে এর যথাযথ বিচার কামনা করেন।