মাগুরা প্রতিনিধি\ : মাগুরার মহম্মদপুরে হিট স্ট্রোকে তুলশী দাস বৈরাগী (৪০) নামে এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। তিনি মহম্মদপুর মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপের কমিনিউটি ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। এর আগে রবিবার ও বুধবার আরো দুই জনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, সকাল ১০টা বেজে গেলে তুলশি দাস বৃহস্পতিবার অফিসে যাননি। বিধায় তার সহকর্মীরা মহম্মদপুরের ভাড়া বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের ডেকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।