• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা বড়খড়ি,শারীরিক প্রতিবন্ধী বাবুলের ভাল কাজে নাগরিক অনুশীলনের স্বীকৃতি পেলেন

Bybasicnews

Jun 9, 2023

আকরাম হোসেন ইকরামঃ- বাবুল আক্তার, পিতা-মৃত মোঃ আবুল হাসেম, মাতা-জাকিয়া বেগম, গ্রাম- বড়খড়ি, ডাকঘর-সত্যপুর, ইউনিয়ন-মঘী, উপজেলা-মাগুরা সদর, জেলা-মাগুরা। তিনি একজন স্বল্পশিক্ষিত বেকার যুবক হয়েও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রাপ্ত স্বল্প মেয়াদি প্রশিক্ষণ ও সামান্য ঋণকে পুঁজি করে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাশরুম চাষে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এবং মাশরুম গবেষণা, বীজ উৎপাদন, পণ্য ম্যানুফ্যাকচারিং ও টেস্টিং ল্যাব স্থাপনের মাধ্যমে মাশরুম চাষে রোল মডেল হিসেবে অনবদ্য ভূমিকা পালন করছেন। তাঁর নিজের গ্রাম আজ মাশরুম ভিলেজ হিসেবে সুপরিচিত। তাঁর প্রতিষ্ঠিত ‘‘ড্রীম মাশরুম সেন্টার’’ এর মাধ্যমে তিনি প্রায় পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তিনি একজন রোটারিয়ান এবং বিভিন্ন স্বেচছাসেবী ও সামাজিক কার্যক্রমের সাথে জড়িত থেকে বেকার যুবক ও যুব মহিলাদের উৎসাহ উদ্দীপনা প্রদানের অগ্রসৈনিক হিসেবে কাজ করে চলেছেন। জেলা প্রশাসন, মাগুরা প্রত্যাশা করে যে, এ জয়যাত্রা অব্যাহত রেখে তিনি সমাজে উদাহরণ সৃষ্টির মাধ্যমে উন্নত বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর অনন্য ভূমিকা অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *