, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে ডিসি,এসপির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। মাগুরা,মহম্মদপুর,শ্রীপুর ও শালিখা উপজেলা প্রশাসন ৮ দলে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশ নেন।আজ ১১/০৬/২৩ তারিখ রবিবার বিকালে জেলা প্রশাসক এর কার্যালয়(ক্যালেক্টরেট) মাঠে অনুষ্ঠিত হয় এ খেলার ফাইনাল ম্যাচ,এতে অংশ নেন মাগুরা সদর উপজেলা প্রশাসন ফুটবল দল ও মাগুরা জেলা প্রশাসন-বি ফুটবল দল,প্রশাসন বি দলের অধিনায়ক ছিলেন মাগুরা জেলার নন্দিত জেলা প্রশাসক জনাব মোঃ আবু নাসের বেগ,এবং এ দলের অন্যতম খেলোয়াড় ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মশিউর দোলা রেজা,যে দল ১-০ গেলের ব্যবধানে মাগুরা সদর উপজেলা প্রশাসনকে পরাজিত করে,২০২৩ এর জেলা প্রশাসন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।মাগুরা সদর উপজেলা প্রশাসন দলে অংশ নেওয়া অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কলিমুল্লাহ প্রাণ পোণ চেষ্টা করেও ডিসি এসপির দলের দেওয়া একটি মাত্র গোলকে শোধ করতে পারেননি। জেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ডিসি,এসপি,এএসপি,ম্যাজিট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরাসরি অংশ গ্রহণে এ খেলা মাগুরার সর্বস্তরের মানুষ খুব দারুণ ভাবে উপভোগ করেছে,তাদের দাবী এরকম খেলা যেন বন্ধ হয়ে না যায়,এই খেলাটা প্রতিবছর চালু থাকুক এটাই তাদের চাওয়া।