• Mon. Dec 30th, 2024 4:11:11 PM

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিআর প্রকল্পের কাজে পিআইসি মাজেদের বিরুদ্ধে পুকুরচুরির অভিযোগ

Bybasicnews

Jun 13, 2023

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুল মাজেদ বিশ^াসের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ উঠেছে। ১৩ই জুন মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়,মাগুরা সদর উপজেলার ২আসনের টিআর প্রকল্পের চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কাজ পিআই সি আব্দুল মাজেদ বিশ^াস কাজটি দায়িত্ব পান। আব্দুল মাজেদ বিশ^াস গত ৩১ শে মে অন্য স্কুলের ভুয়া মাটি ভরাটের ছবি প্রকল্প বিভাগ দেখিয়ে ২৩ হাজার ৩০০টাকা উত্তলন করেন।এদিকে গোপন সংবাদের ভিত্তি¡তে সরেজমিনে গিয়ে দেখা যায়,আব্দুল মাজেদ বিশ^াস স্কুলে ১ ঝুড়ি মাটিও দেননি।প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উত্তলন করতে গেলে উপজেলা পি আই ও আম্বিয়া খাতুন লাখি টাকা আটকিয়ে দেন।এ নিয়ে এলাকায় হই চই পড়ে গেছে। সরকারি কাজ এ রকম দুর্ণীতি করে সরকারের বেকায়দায় ফেলে এক শ্রেনীর অসাধু চক্র সরকারের ভাবমুর্তি নষ্ট করছে।এ বিষয়ে পিআইও আম্বিয়া খাতুন জানান,আমাদের কাছে এরকম সংবাদ আসার পর দ্বিতীয় কিস্তির টাকা আটকিয়ে দিয়েছি এবং ঘটনার বিস্তরীত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পি আই সি আব্দুল মাজেদ বিশ^াসের কাছে জানতে চাইলে তিনি সম্পুর্ন নির্দোষ দাবী এবং তিনি কোন পিআইসি ফিআইসি নন সাংবাদিককে যা পারেন তাই করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *