মাগুরা প্রতিনিধি: ‘স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বুধবার মাগুরা পলিটেকনিক ইনন্সিটিউট এই শোভাযাত্রার আয়োজন করে।
এদিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আবদুল কাদের, মাগুরা পলিটেকনিক ইনন্সিটিটের অধ্যক্ষ মনির হোসেন প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাগুরায় ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, অভিভাবক দিবস, কারিগরি মেলা, সেমিনার, স্কিলস কম্পিটিশন ও পুরস্কার বিতরণ। আগামী ১৮ জুন রোববার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করবেন।