মাগুরা প্রতিনিধি\ মাগুরা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামে জয়মালা নামে এক বিধবার চাচা ভাস্তের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ। ভুক্তভোগী নারী জানান,আমার ১৭ বছর স্বামী মারা গেছে ১২ বছর ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষন করে। ধর্ষনকারীর নাম অমিত দাস ও তার চাচা সুবাস দাস। চাচা ভাস্তে নীরবে ১২ বছর ধরে নীরবে এই বিধাব জয়মালাকে ধর্ষণ করে চলেছে। খোজ নিয়ে জানা গেছে বিধবার ঘরে জোর করে অ¯ের ভয় দেখিয়ে ধর্ষন করে এ বিষয়ে গোপনে কয়েক দফা বিচারও করা হয়েছে বলে জানান,নিধির নামে এক মাতব্বর ।তিনি জানান,সুবাস তার বউ ছেলে মেয়ে আছে তাকে কয়েকবার আমি সাবধান করেছি। সে তার পর ও একই কাজ করে আমরাও মান সম্মানে ছেলে মেয়েদের সামনে এ বিষয়ে মুখ খুলতে পারি না।পুলিশ ফাড়িকেও কয়েকবার বলেছি সুবাস কিভাবে যেন সবাইকে ম্যানেজ করে ফেলে। শিক্ষক ওমোরেশ বালা জানান,সুবাস আর অমিত দাস যে কাজ করেছে গ্রামে তাতে ছেলেমেয়েরা চরিত্র নষ্ট হওয়ার আশংখ্যা এবং সামাজিকভাবে এর বিচার হওয়া উচিৎ।অবশ্য চেয়ারম্যান মেম্বার তাদের নলেজেও বিষয়টি আছে।এ বিষয়ে কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেনের কাছে জানতে চাইলে এর সত্যতা স্বীকার করেন। অমিত ও সুবাস দাস সম্পর্কে তারা আপন চাচা ভাস্তে কিভাবে সমাজ আইন ডিঙ্গিয়ে তারা অপকর্মগুলো করে যাচ্ছে। জয়মালা কি আইনের বিচার পাবেন না?