ভ্রাম্যমান প্রতিনিধি\ মাগুরার গরীবের ডাঃ মাসুদুল হকের বিরুদ্ধে ফেসবুকে জুয়েল শরীফ নামে ভুয়া সাংবাদিক তথ্য দিয়ে তোলপাড় শিরোনামে মধুখালী সাস্থ্য বিভাগের কর্মকর্তা তদন্ত দলের ডাঃ তামান্না চৌধরী,ডাঃ উৎপল নাগ ও উপজেলা সাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম পেটের ভিতর গজ, টিস্যু,ক্লিপ কোন কিছুই রাখেন নাই।বরং রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফেরার ১৩ দিন পর মারা যাওয়ার রিপোর্ট দিয়েছেন।এবার জুয়েল শরীফের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানী মামলা দিবেন বলে জানান,ডাঃ মাসুদুল হক ।