• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় সালমা বেগমের হাত থেকে দ্বারিয়াপুর গ্রামবাসীর  মানববন্ধন

Bybasicnews

Jun 16, 2023

 

মাগুরা প্রতিনিধি\/ মাগুরা সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দ্বারিয়াপুর গ্রামের সুদকারবারী ও মাদক ব্যবসায়ী এবং ইন্ডিয়ান চোরাকারবারি সালমা বেগমের এলাকার গ্রামবাসী মুক্তি পেতে চাই ও মানববন্ধন করে। শুক্রবার ১৬ জুন দুপুর ২ টার সময় ৭ নং দ্বারিয়াপুর ওয়ার্ড বাসীর আয়োজনে দ্বারিয়াপুর গ্রামবাসীর সর্বস্তরের জনগণ এই সালমা বেগমের এর দ্রুত গ্রেফতারের দাবি জানাই। এ সময় মানববন্ধনে এলাকার সচেতন মহলের লোকজন সালমা বেগমের অপকর্মের বিরুদ্ধে ও আইনের আওতায় বিচারের দাবিতে জনসম্মুখে সাক্ষর করে, তারা হলো রাজ্জাক, মিরাজ মুন্সি, রিপন বিশ্বাস, আবু জাফর, কামাল, রাছেল, শরিফুল বিশ্বাস, শাহানুর, ছবুর খা, বিদ্যুৎ বিশ্বাস, সাহেব খা, মেছের আলী, জাফর, রেওয়ান প্রিন্স, চঞ্চল, কামরুল, তামিম, রাজু, মিটুল হোসেন, তুষার, রিপন, মেম্বার আতর আলী, পিয়াল, নিশান, সাহেদ, ফারহান, বিপ্লব, আল আমিন, হাসু, মিন্টু, আখের আলী, বেশ কয়েকজন মহিলাসহ শতাধিক লোকজন।  ৭ নং দ্বারিয়াপুর ওয়ার্ডের মেম্বার আতর আলী বলেন এই সালমা বেগমের নানাবিধ অপকর্মের কারণে এলাকাবাসীর সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর বলেন, এই সালমা বেগমের কারণে যুব সমাজ ধ্বংস, তারা অবিলম্বে দ্রত সালমা বেগমের হাত থেকে মুক্তি ও বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *