মাগুরা প্রতিনিধি\ মাগুরায় জামালপুরের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে মাগুরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ১৭ই জুন শনিবার বিকালে মানব অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জানান, জামাল পুরের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম নিউজ করতে গেলে তার উপর হামলা হয়। পরে তিনি মারা যান। সাংবাদিকরা বড় নির্যাতনের মধ্য আছে। নিউজ করতে গেলে বিভিন্ন দিক থেকে সাংবাদিকদের উপর হুমকি, ধামকি,মামলা,হামলা ও হত্যাকান্ডের মত ঘটনা ঘটে। বক্তরা গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার ও বিচার দাবী করেন। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রোমিডিয়িার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।