নিজস্ব প্রতিবেদক
মাগুরায় এমবিবিএস ডাঃ অমরেন্দ্র নাথ দেউড়ির উপর সিভিল সার্জন ডাঃ আলহাজ শহিদুল্লাহ দেওয়ান চিকিৎসার উপর গত ২০ শে জুন মঙ্গলবার এক নিষেধাজ্ঞা জারি করেন।তিনি নিষেধাজ্ঞায় বলেন,ডা অমরেন্দ্রনাথ দেউড়ি সমস্ত চিকিৎসা পেশায় সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেন। এ চিঠি অমরেন্দ্রনাথ দেউড়ি রিসিভ করেন।এ নিয়ে ডাক্তারদের ভিতর গুঞ্জন চলছে এমবিবিএস ডাক্তারের রেজিস্ট্রেশন বিএমডিসি দেয় সুতারং সিএস কোনক্রমেই বন্ধ করতে পারেন না। তবে দেউড়ি বাবু এক প্রশ্নে জানান, জনস্বার্থে করতে পারেন তবে স্থানীয় বা জাতীয় কোন পত্রিকায় রিপোর্ট হল না বা এমন কি মিছিল মিটিং হলনা। ফেসবুক পেজে একটা খবর পেয়ে সিএস সাহেব আমাকে নিষেধাজ্ঞা দিয়েছেন।এদিকে আজ ২৪ শে জুন শনিবার মাগুরা সিভিল সার্জন ডা: আফজাল হোসেনকে প্রধান করে তদন্দ কমিটি প্রতিনিধি দল আল আহাদ ক্লিনিকে আসেন। তারা আহাদ ক্লিনিকের আপ্যায়নে মুগ্ধ হয়ে ফিরে গেছেন। জনমনে প্রশ্ন দেখা দিছে যে তদন্ত টিম যদি ভাল আপ্যায়নের সুযোগ পান তাহলে তদন্ত রিপোর্ট খারাপ হবে না? উল্লেখ্য গত মঙ্গলবার মাগুরার আল-আহাদ নাসিং হোম এন্ড ক্লিনিকে প্রসুতি রাবেয়া খাতুন নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি যান আল আহাদ ক্লিনিকে। সিভিল সার্জন এর কার্যালয় হতে মাত্র ১০ মিটার দূরত্বে লাইসেন্সবিহীন এই অবৈধ ক্লিনিক কিভাবে চলছে তা নিয়ে জনমনে রয়েছে অনেক প্রশ্ন।