• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

স্পেশাল অলিম্পকস ওয়ার্ল্ড গেমস দৌড়ে স্বর্ণ জিতল শালিখার প্রতিবন্ধী ইমনা

Bybasicnews

Jun 26, 2023

 

শালিখা প্রতিনিধি: জার্মানিতে অনুষ্ঠিত ১৬তম স্পেশাল অলিম্পকস ওয়ার্ল্ড গেমস ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণ জিতে নিয়েছে মাগুরার মেয়ে প্রতিবন্ধী ইমনা খাতুন।

সে শালিখা উপজেলার মধুখালি গ্রামের পূর্বপাড়ার অতিদরিদ্র কৃষক বাশি বিশ্বাস ও শাহানারা খাতুনের ৫ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। তার একটি ভাই প্রতিবন্ধী। সে পুলুম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ছাত্রী। প্রবল ইচ্ছাশক্তি, পিতা-মাতার সহযোগিতা ও শিক্ষকদের সহযোগিতায় শারীরিক সমস্যকে উপেক্ষা করে তার এ বিজয়। তার এ বিজয় বাংলাদেশের বিজয়।

তার এ বিজয়ে প্রেসক্লাব শালিখাসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *