• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত

Bybasicnews

Jun 28, 2023

মাগুরা প্রতিনিধি\ মাগুরায় রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ২৭জুন হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা বাজারে বিএনপি ও আ,লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি সংঘর্ষে একপর্যায়ে রাম দা ছ্যানদা দিয়ে কোপাকুপি যা রনক্ষেত্র তৈরি হয়। উল্লেখ্য মাগুরা ১আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খাঁনের সাথে বিএনপির তৃনমুল নেতাকর্মীদের সংগে সৌজন্য সাক্ষাতের দিন ছিল। এর পর আ,লীগের নেতাকর্মীরা বেআইনী সৌজন্য সাক্ষাত দাবী করে তাদের উপর চড়াও হয়।এ সময় আলহাজ মনোয়ার হোসেন টের পেয়ে স্থান ত্যাগ করেন। এর পর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম এবং জেলা শ্রমিক দলের নেতা রনি আহম্মেদের দোকান ভাংচুর করেন।আলমখালি বাজারে আ,লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে।সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আজমকে দেশীও অস্ত্র দিয়ে জখম করে। এছাড়া সদর থানা কৃষক দলের যুগ্ন আহবায়ক তাহাজ্জত হোসেনকে মারপিট করে।এছাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজনের ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা চালায় এবং তাকে ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে।আর মাত্র কয়েক মাস পরেই দেশের জাতীয় ইলেকশন শুরু হবে। তাই এই যদি হয় রাজনৈতিক পরিবেশ তাহলে নিরপেক্ষ নির্বাচন জনগন কিভাবে আাশা করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *